Tuesday, February 28, 2023

চন্দন পাল

বীক্ষণ

তুমি সীতা, সীতাও সীতা,
দুজনাই মাটির,,  জমিনে জনম, আরোহন
 চোখে তারা ছোঁয়ার স্বপ্ন আর বিলাস।

তুমি রাম, রামও রাম
দুজনাই নিপাট,,, পিতৃসত্বে সত্যবান ! 
চোখে তারা ছোঁয়ার স্বপ্ন আর বিলাস। 

 আত্মবীক্ষণ বার বার ভেদ খুঁজে যায়
 সীতা সীতায় !  রাম রামে ! 

আলো ভাঙার দিনে, আমিওকি বীক্ষণে সংক্রমিত!!
ভালবাসি, 
ভালবাসি, 
আপদ মুক্ত হোক সবার শিখরারোহন।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...