Tuesday, February 28, 2023

চন্দন পাল

বীক্ষণ

তুমি সীতা, সীতাও সীতা,
দুজনাই মাটির,,  জমিনে জনম, আরোহন
 চোখে তারা ছোঁয়ার স্বপ্ন আর বিলাস।

তুমি রাম, রামও রাম
দুজনাই নিপাট,,, পিতৃসত্বে সত্যবান ! 
চোখে তারা ছোঁয়ার স্বপ্ন আর বিলাস। 

 আত্মবীক্ষণ বার বার ভেদ খুঁজে যায়
 সীতা সীতায় !  রাম রামে ! 

আলো ভাঙার দিনে, আমিওকি বীক্ষণে সংক্রমিত!!
ভালবাসি, 
ভালবাসি, 
আপদ মুক্ত হোক সবার শিখরারোহন।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...