বীক্ষণ
তুমি সীতা, সীতাও সীতা,
দুজনাই মাটির,, জমিনে জনম, আরোহন
চোখে তারা ছোঁয়ার স্বপ্ন আর বিলাস।
তুমি রাম, রামও রাম
দুজনাই নিপাট,,, পিতৃসত্বে সত্যবান !
চোখে তারা ছোঁয়ার স্বপ্ন আর বিলাস।
আত্মবীক্ষণ বার বার ভেদ খুঁজে যায়
সীতা সীতায় ! রাম রামে !
আলো ভাঙার দিনে, আমিওকি বীক্ষণে সংক্রমিত!!
ভালবাসি,
ভালবাসি,
আপদ মুক্ত হোক সবার শিখরারোহন।
No comments:
Post a Comment