শব্দের দেশ
তোকে মনে করলেই মনে হয় চাহিদার স্রোত,
ভেসে আসছে ক্ষুধার্ত শব্দ।
তুই তো জানিস বহুরূপী মন হলেও
চলতি সময় বৃষ্টিকাতর,
কল্পনায় ফসলের ঘ্রাণ আর মিশ্র- আলাপ;
তবু নিঃশব্দ মাঠের গোপনাঙ্গ ছুঁয়ে দেখছে
নষ্টকথার ধুলো।
মেঠো ইঁদুরের হেঁটে যাওয়া পায়ের ছাপ
মানচিত্র এঁকে যায় আনুমানিক,
শ'মন ক্ষত হয় গরম নিঃশ্বাসে।
অভাবের রাগ বলে ক্ষমতা চাই, কণ্ঠের ক্ষমতা,
বোকার মতোই হাসে শরীরের অচল ভিড়।
No comments:
Post a Comment