Tuesday, February 28, 2023

সুশান্ত সেন

নবান্ন
             
প্রতিটি হৃহয় জুড়ে নতুনের আগমনী শুনে
মেতে ওঠে হেমন্তের কাল
হলুদ ফসল বোনে মাঠে মাঠে জ্বলন্ত বিকাল।
সফল শ্রমের শেষে জন্ম নিল শস্য ভরা মাঠ
দু চোখে তৃপ্তির ছায়া শ্রম সিক্ত কৃষক ললাট।
চাষী বউ চাষী বউ
তোমার হৃদয়ে ঝরে মৌ
এখন বরণ হবে নবীন শস্যের ডালা খানি
নবান্নের ঘ্রাণ নেবে প্রভাত সূর্যের নব বাণী,
পূর্ণ হবে আশা
দিকে দিকে মূর্ত হবে জীবন পিপাসা
প্রকৃতি ছড়িয়ে দেবে তাহার অনন্ত ভালোবাসা।
নবান্নের কাল
ভরাবে সকাল।
নবান্নের পূণ্য স্পর্শে আনিয়াছি টানি
জীবনের বাণী।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...