Thursday, June 30, 2022

অমিত রুদ্র পাল

দাফন

বুক খুদে খুদে একটি লাশ
দাফন করেছি বিমর্ষ হৃদয়ে
নিবারণ ফাঁপা গন্ধে কখনো
ফেঁপে ওঠে চোখে চুমু খায়, 
কখনো উগড়ে ঠোঁট ফেটে
বলে উঠে ভালোবাসি ।

বুক খুদে খুদে একটি লাশ
দাফন করেছি বিমর্ষ হৃদয়ে
কখনো বিশৃঙ্খলভাবে বেয়ে উঠে
অবাধ্যতার নয়ন ধুয়ে যায় 
কখনো চাবুক মেরে ত্রাণ করি,
অসহ্য সুখের দায়ে ! 
খুনি হয়ে শেষে খুন করি ?

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...