বুক খুদে খুদে একটি লাশ
দাফন করেছি বিমর্ষ হৃদয়ে
নিবারণ ফাঁপা গন্ধে কখনো
ফেঁপে ওঠে চোখে চুমু খায়,
কখনো উগড়ে ঠোঁট ফেটে
বলে উঠে ভালোবাসি ।
বুক খুদে খুদে একটি লাশ
দাফন করেছি বিমর্ষ হৃদয়ে
কখনো বিশৃঙ্খলভাবে বেয়ে উঠে
অবাধ্যতার নয়ন ধুয়ে যায়
কখনো চাবুক মেরে ত্রাণ করি,
অসহ্য সুখের দায়ে !
খুনি হয়ে শেষে খুন করি ?
No comments:
Post a Comment