Thursday, June 30, 2022

গৌতম দাস

হাওয়া বইছে

প্রকৃতির বুকে এক ধ্বংসাত্মক হাওয়া বইছে।
গতি মাপার যন্ত্র আবিষ্কার হয় নি এখনও।
তছনছ করে দিচ্ছে সৃষ্টিশীল ভাবনা গুলোকে।
উর্বর সমাজে বিষ ছড়াচ্ছে এই হাওয়া।
ভালো মন্দের শ্রাদ্ধ হচ্ছে অনবরত।
পঙ্গু হচ্ছে মানবতা বন্ধ হচ্ছে একসাথে চলার মুধরতা।
খেলার মাঠে, লাইব্রেরীর টেবিলে অর্ধমৃত হাওয়া বইছে।
ঘরের  এক কোণে বইছে  বিনাশকারী হাওয়া ।
চিরতরে মূলোৎপাটন হোক এই বিষাক্ত হাওয়া।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...