Thursday, June 30, 2022

সম্পাদকীয়

জীবনের সময় বৈচিত্রতার কোনো বিজ্ঞান নেই। এ স্বাভাবিক সত্যটুকুকে মেনে যারা হেঁটে যাচ্ছে জীবনের বাউলপথে তাঁদের গানের সুর কেমন? কতটুকু টানতে পারছে হৃদয়। কতটুকু ব্যথা পেলে আর ব্যথা পেতে হয় না, এর উত্তর কবিরা বলে যায় কবিতার ভেতর। ত্রিপুরার কবি সেলিম মুস্তাফা বলেন 'কবির স্বর্গের পাখি, তাঁরা যতদূর উড়ে যায় স্বর্গ ততদূর ছড়িয়ে পড়ে।' 

সংখ্যাটি কবিতাময়। দর্শনময়। যাঁরা লিখেছেন, তাঁদের শ্রদ্ধা। ভালো থাকবেন প্রিয় পাঠকেরাও। আপনাদের সক্রিয় পাঠ ও আলোচনা আমাদের অনুপ্রানিত করে। ধন্যবাদ।

শুভেচ্ছা ও শ্রদ্ধা-সহ
জয় দেবনাথ
সম্পাদক
মনন স্রোত, ত্রিপুরা

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...