Thursday, June 30, 2022

লিটন শব্দকর


সেগুনপর্ব

এক উঠোন উড়ন্ত পাতার শব্দের খেলা থামলে
সেগুনদেহের জ্যামিতিক সমারোহের উৎসারণ।

বনের বাইরে থেকে ভেতরে সরু মেঠোপথ ধরে
চুপচাপ হেটে যায় পিপড়ের সারি মাটি ও ঘাসে,
স্রোতস্বতীর প্রতিশ্রুতির প্রয়োজন ঘনিয়ে আসে।

পাহাড়ি তরুনাস্তি কাছিমের ছায়াতল স্বাচ্ছন্দ্যে
ক্ষিপ্র লামচিতা পারা হরিণের পিছু ধাওয়া করে
আবার মরা পাতারা ওড়ে সশব্দে মাটি ও ঘাসে।
প্রাচীন সেগুনের প্রসঙ্গ বনের বাইরের বাতাসে
অনেকানেক রাহাজানি চোর ও সাধুতা প্রকাশে।

লামচিতা,পারা হরিণ,পাহাড়ি তরুণাস্থি কাছিম
সব সুন্দর শৃঙখল স্রোতস্বতীর শরণাপন্ন যখন,
দুরে কোথাও সেগুনের মসৃণ পর্ব ফুরোয় তখন।

No comments:

Post a Comment

দুলাল চক্রবর্তী

চির অমর রবে  . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র  পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।  অনেকে গিয়েছে সেদিন  কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...