Thursday, June 30, 2022

মিঠু মল্লিক বৈদ্য

অন্ধকার ঘর

প্রতিবাদ হীন মানুষ গুলি আজ বড্ড ভীতু
যন্ত্রণার বোঝা বইতে বইতে নুঁয়ে গেছে কশেরুকা।
আত্মপরতায় বিলীন মনুষ‍্যত্ব
সর্বগ্রাসী স্পৃহায় আবৃত বিবেকবোধ।

জ্বলছে আগুন, সর্বহারা মজুর,
উন্নত সভ‍্যতার স্বপ্ন, কেড়ে নিচ্ছে
বাঁচার শেষ সম্বল,বুলড্রজারের সে-কি 
আসুরিক তান্ডব,উন্মূলিত যত্নের বাগ।

আধুনিকতার  পিছু ধাওয়া, স্বার্থান্বেষী 
কতৃত্বকারী; ঝুপড়ি ভেঙ্গে গড়বে ইমারত,
ইমারতের প্রতি ইটে রূধির চিহ্ন,
হাহাকারের বীভৎসতা, বাতাসে লাশের গন্ধ।

সদ‍্য আবির্ভূত শিশুটির অনিশ্চিত ভবিষ্যৎ,
সকাল সন্ধ‍্যা যে শিশুটি চষে বেড়ায় -
ফেরিওয়ালা হয়ে স্বপ্নের করে বেচাকেনা 
আজ অধির স্বপ্ন ভঙ্গের যাতনায়।

তবুও নিশ্চুপ, হারিয়েছে জবাব চাওয়ার ভাষা,
মানুষগুলি আর শুনেনা বিবেকের আওয়াজ।
লাশকাটা ঘরে  নীরব কান্না,হাহাকারের আগুন
দেখেও পরে আছে বিবেকের অন্ধকার ঘরে।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...