Thursday, June 30, 2022

আলমগীর কবীর

নির্মাণ

আকাশ থেকে নামছে দুটো তীর
অস্বচ্ছ নয়,আলতা রঙের ফলা
মধ্যে মানুষ,পুষ্প দলা দলা
গর্ভমুখের আকর্ষণে স্থির।

গর্ভমুখে একটুও সেই আলো
জ্বালো প্রদীপ,পান,সুপারি গোটা--
দরজা খোল,ঝিল্লি মুখর দেখি
শিথিল কর আকাশ তোমার বোঁঁটা।

ধাত্রী, তোমার দু'হাত বিদ্ধ আলো
রক্ত-রসে ভেসে যাচ্ছে ক্ষেত
গর্ভমুখে কাদের নৌকা বাঁধা? 
আকাশ থেকে নামছে কী সংকেত!

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...