নির্মাণ
আকাশ থেকে নামছে দুটো তীর
অস্বচ্ছ নয়,আলতা রঙের ফলা
মধ্যে মানুষ,পুষ্প দলা দলা
গর্ভমুখের আকর্ষণে স্থির।
গর্ভমুখে একটুও সেই আলো
জ্বালো প্রদীপ,পান,সুপারি গোটা--
দরজা খোল,ঝিল্লি মুখর দেখি
শিথিল কর আকাশ তোমার বোঁঁটা।
ধাত্রী, তোমার দু'হাত বিদ্ধ আলো
রক্ত-রসে ভেসে যাচ্ছে ক্ষেত
গর্ভমুখে কাদের নৌকা বাঁধা?
আকাশ থেকে নামছে কী সংকেত!
No comments:
Post a Comment