Thursday, June 30, 2022

সুজন দেবনাথ

অন্তরে রেখো সুজন


আমার আমির সঙ্গ না পেলে
নিত্য সকল কাজে,
আপন খোঁজাই মিছে প্রয়াস
অন্য হিয়ার মাঝে।

চেনা হয়নি নিজেকে আজো
করতে পারিনি বশ,
জীবনের মানে খুঁজতে গেছে
দিবসের পর দিবস।

পারিনাই নিজেরে সঙ্গ দিতে
ওগো পারিনি বন্ধু হতে,
আসা যাওয়া সবই তো একা, 
মিছে মায়া এ জগতে।

কাহার তরে এই জগতে আসা
কেন এ কান্না হাসা?
সকলই যদি বিলীন হবে, তবে
কারে কয় ভালোবাসা?

দু'দিনের তরে কতো চেনাচেনি
আরো কতো পরিচয়,
জানি একদিন আমিও বিলিন
হয়ে যাবে সবই ক্ষয়।

ভাবনার মাঝে কেটেছে আমার
কতো যুগ কতো কাল,
অন্তিমে আজি প্রভাতের শেষে
ঘনিয়ে এলো বিকাল।

বন্ধু নাহয় নাইবা হলাম, কারো
নাইবা হলাম স্বজন,
মিছে হলেও বন্ধু জেনো মোরে
অন্তরে রেখো সুজন।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...