Thursday, June 30, 2022

সপ্তশ্রী কর্মকার

বিদ্রোহীর আত্মা

নিয়মের কলকাঠি নেড়ে ধুমকেতু আসে, 
যখন আঁধাড়ের বাঁধ ভেঙ্গে 
অগ্নিসেতু গড়ে উঠে।
 
দুর্নিবার ঝড়ে দুর্জয়ের শিরে,
উড়িয়ে বিজয়ের জয় কেতন। 

বিদ্রোহী-শির অট্টহাসি হেসে যখন বলে,
মনের অট্টালিকার চাপা কান্না কি শুনতে পাও না?

কত লগ্ন বৃথা চলে যায় তোমার স্তব্ধ কলমে,
আমরা অপেক্ষায় থাকি দুরাশা ঘোচাবার। 

যাদু কলমে ইতিহাস লিখেছেন ল্যাংস্টন হাউজ, 
আর রক্ত প্রতিবাদী কথামালা লিখেছেন ম্যাড়ী ইভান্স।

 তাঁদের কবিতা সূর্যোদয়ের নগ্নতায় ভরে ওঠে,
 তাই আমি দেবো বাংলার বুকে অমিত শক্তি সাহস।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...