Thursday, June 30, 2022

রূপক পোদ্দার

গ্রামের দৃশ্য

যখনই আমি আসি আমার এই ছোট্ট প্রতাপগর গ্রামের কাছাকাছি , মায়ার বাঁধনে আমার মন বেঁধে রাখে।
যত দূর আর বহুদূরেই যাই না কেনো আমি, তবুও আমার এই মন পড়েই থাকে প্রতাপগরের এই গ্রামেই।
জানিনা কোন মায়ার বন্ধনে আমার এই মন হারিয়ে যায় অবচেতনের গহনে।
আছে কত গাছপালা আর সবুজের বসতি,
সবকিছুই যেন আপন করে নেয় বার বার এই প্রতাপগর গ্রাম আমাকে।
রাস্তার ধারে বয়ে যাওয়া সেই নদী আজ ও আমার মনের কোণে। 
সবুজে ভরা ফসলের জমি
মাঠের মাঝখানে দাঁড়িয়ে আমি, এই দৃশ্য আঁকি আমার চোখের জলের ছবি দিয়ে।
নক্ষত্রের সৌন্দর্য উপভোগ করি অবলীলায়।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...