Wednesday, June 15, 2022

অর্ধেন্দু ভৌমিক

বোবাপাখি

বোবাপাখি কথা বলে 
একা, নিজের সাথে নিজে
ব্যথার বীজগণিতীয় সমাধান 
কোশ থেকে কোশে... 
হারানো স্বপ্নসব কাছে এলে
ক্যালকুলেটার ভুল অংক কষে
শূন্য শুধু শূন্য-

আবার নতুন করে কথা শিখি আমি ।

No comments:

Post a Comment

দুলাল চক্রবর্তী

চির অমর রবে  . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র  পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।  অনেকে গিয়েছে সেদিন  কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...