Thursday, June 30, 2022

মনচলি চক্রবর্তী

বর্ষণ মনোহরা

আকাশ জুড়ে  কালো মেঘের ঘনঘটা
 দূরন্ত হাওয়ার  সঙ্গে এলো  বৃষ্টির ছটা ।
সারাদিন শুধু  মেঘেদের গুরুগুরু
 ধরনীর বুকে ভরা বর্ষণের হল শুরু।
টিপ টিপ টুপটুপ বৃষ্টি উঠোন জুড়ে 
সুখের  স্মৃতি গুলো শুধু হৃদয়ে ঘুরে। 
মনের মাঝে   বৃষ্টি   ঝিরিঝিরি 
হাওয়ায় নাচছে আজ মঞ্জরি। 
মনের সব দুঃখ কষ্ট  আজ ধুয়ে গেলো
 প্রকৃতি ও  নতুন এক  রূপে সেজেে উঠলো।
মনের বদ্ধ  সব দুয়ার দিয়েদিলাম  খুলে 
সুখের স্মৃতি গুলো আসুক আজ পাখা মেলে।
সবুজ  গাছ ফুল ফল পাতা দৃশ্য  প্রকৃতির মনোহরা
বিষন্ন হৃদয় মনপ্রাণ আর জীবকুল আনন্দে  মাতোয়ারা।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...