Sunday, June 5, 2022

অভীককুমার দে

স্বাধীনতা


এত যে মানুষ 
মরে গিয়ে জন্ম নিয়েছে স্বাধীনতা,

যে শরীর বেঁচে আছে মানুষের ,
সূর্যের লাল চোখের আলোয় স্বাধীনতার নামে;

সবুজ মন
মানুষের চোখেই আগুন জ্বালবে কেন ! 

আগুনের কাছে সে সব দিন-
কেবল ভয়াল রাতের অসুখ
মানুষের স্বাধীনতা জ্বলে পুড়েই ছাই ...

মুক্তিযুদ্ধ 
তারপর-
যা কিছু খাঁটি হলে
মানুষ 
তার মুখে স্বাধীনতার আলো কই ? 

তবুও
মানুষের স্বাধীনতা
মানুষের কাছেই।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...