Sunday, June 5, 2022

অভীককুমার দে

স্বাধীনতা


এত যে মানুষ 
মরে গিয়ে জন্ম নিয়েছে স্বাধীনতা,

যে শরীর বেঁচে আছে মানুষের ,
সূর্যের লাল চোখের আলোয় স্বাধীনতার নামে;

সবুজ মন
মানুষের চোখেই আগুন জ্বালবে কেন ! 

আগুনের কাছে সে সব দিন-
কেবল ভয়াল রাতের অসুখ
মানুষের স্বাধীনতা জ্বলে পুড়েই ছাই ...

মুক্তিযুদ্ধ 
তারপর-
যা কিছু খাঁটি হলে
মানুষ 
তার মুখে স্বাধীনতার আলো কই ? 

তবুও
মানুষের স্বাধীনতা
মানুষের কাছেই।

No comments:

Post a Comment

দুলাল চক্রবর্তী

চির অমর রবে  . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র  পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।  অনেকে গিয়েছে সেদিন  কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...