স্বাধীনতা
এত যে মানুষ
মরে গিয়ে জন্ম নিয়েছে স্বাধীনতা,
যে শরীর বেঁচে আছে মানুষের ,
সূর্যের লাল চোখের আলোয় স্বাধীনতার নামে;
সবুজ মন
মানুষের চোখেই আগুন জ্বালবে কেন !
আগুনের কাছে সে সব দিন-
কেবল ভয়াল রাতের অসুখ
মানুষের স্বাধীনতা জ্বলে পুড়েই ছাই ...
মুক্তিযুদ্ধ
তারপর-
যা কিছু খাঁটি হলে
মানুষ
তার মুখে স্বাধীনতার আলো কই ?
তবুও
মানুষের স্বাধীনতা
মানুষের কাছেই।
No comments:
Post a Comment