Saturday, June 4, 2022

শ্রীমান দাস

সময়

বুকের ভেতর বয়ে যাওয়া নদীটাকে
রোজ শুকোতে দিই,
আড়ালে, নিজের মতো করে।

নদী বেগবান হবার আগেই
থামিয়ে রাখি তার গতিপথ
কারণ,এখন সময় কালবৈশাখীর।

নদীকে উন্মাদ করতে চায়
ছলসমুদ্রের আছড়ে পড়া নোনা ঢেউ,
নদী তবু কঠোর হয়ে থাকে

নদী জানে 
এখন সময় নিজেকে ধরে রাখার।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...