সময়
বুকের ভেতর বয়ে যাওয়া নদীটাকে
রোজ শুকোতে দিই,
আড়ালে, নিজের মতো করে।
নদী বেগবান হবার আগেই
থামিয়ে রাখি তার গতিপথ
কারণ,এখন সময় কালবৈশাখীর।
নদীকে উন্মাদ করতে চায়
ছলসমুদ্রের আছড়ে পড়া নোনা ঢেউ,
নদী তবু কঠোর হয়ে থাকে
নদী জানে
এখন সময় নিজেকে ধরে রাখার।
No comments:
Post a Comment