Saturday, June 4, 2022

শ্রীমান দাস

সময়

বুকের ভেতর বয়ে যাওয়া নদীটাকে
রোজ শুকোতে দিই,
আড়ালে, নিজের মতো করে।

নদী বেগবান হবার আগেই
থামিয়ে রাখি তার গতিপথ
কারণ,এখন সময় কালবৈশাখীর।

নদীকে উন্মাদ করতে চায়
ছলসমুদ্রের আছড়ে পড়া নোনা ঢেউ,
নদী তবু কঠোর হয়ে থাকে

নদী জানে 
এখন সময় নিজেকে ধরে রাখার।

No comments:

Post a Comment

দুলাল চক্রবর্তী

চির অমর রবে  . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র  পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।  অনেকে গিয়েছে সেদিন  কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...