Thursday, June 30, 2022

শর্মিষ্ঠা ঘোষ

প্রথম পুরুষ

সেদিন ২৫শে বৈশাখ। টিভি, রেডিও, দেশ-বিদেশের বেশীরভাগ বাঙালী প্রোফাইল, বাঙালী পাড়া, বাঙালী রঙ্গমঞ্চরা কবির প্রতি প্রেম প্রকাশে ব্যতিব্যস্ত। প্রশ্ন রাখি নিজের কাছে, প্রেম, শ্রদ্ধা, এমন কিছু নিষ্পাপ অনুভূতি  বোঝানোর জন্য আনুষ্ঠানিকতার কী প্রয়োজন?  
          বলতে পারেন, একলা ঘরে নিজস্বের সাথে কথোপকথনের মাধ্যমে আমার একাকীত্বের খানিক ই.এম.আই. পরিশোধ। এমন সময়ে, মেসেঞ্জারে তুমি, সাথে কিছু কথা কিছু সুর 
"কোলাহল তো বারণ হোলো,এবার কথা কানে কানে..."
          তোমার পাগলামি শেষে, ধরলাম "ভালোবাসি, ভালোবাসি..."। শেষ হতে তুমি ঠাট্টা করে বলেছিলে, 'এভাবেই তোমার আমার মাঝে একজন "প্রথম পুরুষ"এর গল্প রয়ে গেল'...

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...