Saturday, June 4, 2022

সুস্মিতা এস দেবনাথ

দহন

আজ কিছুদিন ধরে 
বিবেক আর মানবিকতাকে  তন্ন তন্ন করে খুঁজে চলেছি
শহরের প্রতিটি অলি গলি,
 রাজপথ,
যেথায় যেখানে দেখেছি মানুষ নামের জীব
ছুটে গেছি হন্যে হয়ে
দেখেছি সেথায় চেনা অচেনা কতো মুখ
খুঁজেছি একটা মানুষ
'মান' 'হুশ' সমৃদ্ধ মানুষ।

বিমুখ হয়েছি, আবার খুঁজেছি
পেয়েছি শুধু স্বার্থের বাজার
যেথায় দেদার বিকোচ্ছে মেরুদন্ড।

কেউ সস্তায়, কেউ বা স্বেচ্ছায়  বেচাকেনা করছে 
কেউবা বন্ধক রাখছে নিজেকে সিন্দুকে 
সুযোগ বুঝে দলবদলে খুলবে চাবি...
আর আমি দেখেছি কেমন করে 
এ শহরের হৃৎপিণ্ড পুড়ছে অনর্গল
ধুলো আর ধোঁয়ার ঝড়ে 
নয়তো বা মানুষ নামের মানুষের বিষবাস্পে।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...