নিজ ভাললাগাকে খুঁজে বেড়াই,
আগুন্তকের উন্মত্ত চোখের চাহনিতে।
আকুলতায় ভাসে দ্বন্দ্ব বিধুর মন,
আনমনা হই তার সান্নিধ্যে।
ইচ্ছের স্পর্শে উচ্ছ্বসিত হয়
অজ্ঞাত স্বপ্নের অতৃপ্ত সত্তা।
বাক্হীন অনুভূতি কাজ করে
ভ্রমের ছন্দ বিঘ্নিত আবেগে।
একাকী নিরবতায় আঁকা হয়
নিস্তব্ধ , নিরবচ্ছিন্ন প্রেমের ছবি।
No comments:
Post a Comment