Thursday, June 30, 2022

মৌসুমী গোয়ালা

অনুরাগ              
 
নিজ ভাললাগাকে খুঁজে বেড়াই,
আগুন্তকের উন্মত্ত চোখের চাহনিতে।
 
আকুলতায় ভাসে দ্বন্দ্ব বিধুর মন,
আনমনা হই তার সান্নিধ্যে।

ইচ্ছের স্পর্শে উচ্ছ্বসিত হয়
অজ্ঞাত স্বপ্নের অতৃপ্ত সত্তা।

বাক্হীন অনুভূতি কাজ করে
ভ্রমের ছন্দ বিঘ্নিত আবেগে।

একাকী নিরবতায় আঁকা হয়
নিস্তব্ধ , নিরবচ্ছিন্ন প্রেমের ছবি।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...