Saturday, November 23, 2019

অনুপম দেব

বাবুইর প্রেম 

পক্ষীদেশে আছিলো সুন্দরী একটা ময়না
       ওই দেশেরই এক  বাবুইর মনে ওই ময়নার লাইগ্গা প্রেমের আনাগুনা,
গুন্ডা কাক যে ময়নার দাদা জানতো ইডা বাবুই 
      এখন শুনি কি কয় এই প্রেমপাগলা মশাই,

একদিন ময়নার কাছে বাবুই পাখি কানে কানে কয়
    চল নীল গগনে উইড়া বেড়াই কিয়ের এতো ভয়?
ময়না তখন কয় বাবুইরে জানস না তুই গাঁধা!
       দেখতা পারলে মাইরা লাইবো কাক আমার দাদা,

বাবুল তাতে কি, আমি ইতা ডরাই না

তুমি আমার সঙ্গে থাকলে এইসবে কিছু যায় আয়ে না,
ময়না বলে দাদা আমার বড় গুন্ডা, লম্বা তার ঠোট,
একটা তর ঘাড়ে দিলে হইবি প্রেম ছাইড়া ফুড়ুৎI


No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...