Saturday, November 23, 2019

পূজা মুজমদার

ঋতুর অ'সুখ


আমি যে শয্যাশায়ী ঋতুর ব্যথায়,
চোখের বর্ন হলো ফ্যাকাসে হায়!

আমি চুপ করে সয়ে যাই সব...

সাতটা দিন........
সে কি কম যন্ত্রনার??

আমার মুখ দিয়ে যে আজ আওয়াজ থেমে থেমে 
আসে বারবার...
কারন ঋতু চলছে আমার।

ব্যথায় মাটিতে লুটিয়ে পড়েছি কয়েরবার।

তবে এসকলের ভিরে না আমায় সুন্দর দেখাচ্ছে...
কচি শিশুর চেহারাটা যেমন
ঠিক তেমনই দেখাচ্ছে....

ঋতুকালীন সময়ে কাছাকাছি যদি কখনও হও
তবে মন ভরে আমার ওই মুখমন্ডলখানা তোমার চোখের পলকে চুমিও।

No comments:

Post a Comment

দুলাল চক্রবর্তী

চির অমর রবে  . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র  পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।  অনেকে গিয়েছে সেদিন  কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...