Saturday, November 23, 2019

পূজা মুজমদার

ঋতুর অ'সুখ


আমি যে শয্যাশায়ী ঋতুর ব্যথায়,
চোখের বর্ন হলো ফ্যাকাসে হায়!

আমি চুপ করে সয়ে যাই সব...

সাতটা দিন........
সে কি কম যন্ত্রনার??

আমার মুখ দিয়ে যে আজ আওয়াজ থেমে থেমে 
আসে বারবার...
কারন ঋতু চলছে আমার।

ব্যথায় মাটিতে লুটিয়ে পড়েছি কয়েরবার।

তবে এসকলের ভিরে না আমায় সুন্দর দেখাচ্ছে...
কচি শিশুর চেহারাটা যেমন
ঠিক তেমনই দেখাচ্ছে....

ঋতুকালীন সময়ে কাছাকাছি যদি কখনও হও
তবে মন ভরে আমার ওই মুখমন্ডলখানা তোমার চোখের পলকে চুমিও।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...