Saturday, November 23, 2019

সুজন দেবনাথ

যদি পারো তো বড় ব্যথা দাও


যদি পারো তো বড় ব্যথা দাও

যদি ব্যথার মতো ব্যথা দিতেই না পারো

তবে ব্যথা দিও না

ছোট খাটো ব্যথা না চাইতেই মেলে

পথে ঘাটে হাটে মাঠে

যদি পারো তো বড় ব্যথা দাও

যে ব্যথায় আমি অভ্যস্ত নই

আমায় এমন ব্যথা দাও

যে ব্যথায় আমি চূর্ণ বিচূর্ণ হবো

ক্ষত বিক্ষত হবো

হতে হতে একদিন মিশে যাবো 

কৃষ্ণ মেঘে, 
মিশে যাবো কালের অতলে
মিশে যাবো  মহাকালের অসীম শূন্যতায়

আমি হারিয়ে যেতে চাই পৃথিবীর বুক থেকে

ভালোবাসা আর চাইব না

কোনোদিনও না

ভালোবাসায় এখন  বদ  হজম হয়

আসলে ভালবাসার চাইতে এখন

ব্যথায় ভালো লাগে

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...