স্বাধীনতার সূর্য লাল।
সময় নেই
এখন চাঁদ দেখার!
ভাতের বড্ড আকাল!!
ক্ষুদার্ত শিশু আধমরা হয়ে আছে,
কিন্তু
ওরা ব্যাস্ত ভন্ডামি তে,
ওরা ব্যাস্ত গদি দখলে।
ওদের কান নেই, হৃদয় নেই,ঈমান নেই,
বিবেক রঙ কাগজে বিকিয়ে গেছে।
ওরা সন্ধ্যায় চাঁদ খুজে
আমি খুঁজি রাস্তার বুকে একটুকরো পাথর,
আকাশের চাঁদ অপেক্ষা
রাস্তার পাথর আমার অধিক প্রিয়,
কারণ-
শোষণের বিরুদ্ধে শোষিত যখন তা তুলে নেয়,
বিপ্লবের আগুন অমাবস্যা জ্বালায়,
একরাশ ছাইয়ের পাহাড় ভেদ করে
জন্ম নেয় এক নতুন সকাল,
পুর্ব দিগন্তে সালাম দেয়
স্বাধীনতার সূর্য লাল।
No comments:
Post a Comment