Saturday, November 23, 2019

মৌ মন্ডল (গাঙ্গুলী)

এই বেশ ভালো আছি

সংসারের চোরাস্রোতে আমি ঠিক কেমন আছি, 
সে প্রশ্ন কেবল আমার মধ্যেই সীমিত থাক। 
তুমি কেমন আছো? সেটাই বলো, 
তোমার ভালো থাকার প্রতিটা মহুর্ত আমাকে ছুঁয়ে যাক। 


বোকার মতো এমন প্রশ্ন কেনো করো? তুমি জানোনা....
আমাকে ভালো থাকতে নেই ভালো রাখতে হয়। 
একথা শোনা মাত্র যতই তুমি কানে তালা দাওনা কেনো, 
সবাই নয় তবে জেনে রাখা ভালো কেউ কেউ এভাবেও বেঁচে রয়। 

সাধারণ ঘরের সাধারণ মেয়েরা সব, 
ভালো থাকার চেয়ে ভালো রাখার মন্ত্রে সদা দীক্ষিত। 
তবুও অভিনয়ের সেরা শিরোপা পাবার লোভে, 
ঠোঁটের কোণে এক চিলতে হাসি এই বেশ ভালো আছি। 

No comments:

Post a Comment

দুলাল চক্রবর্তী

চির অমর রবে  . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র  পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।  অনেকে গিয়েছে সেদিন  কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...