Saturday, November 23, 2019

সুব্রত দেববর্মা

রাফাল থেকে একটি লেবুর দাম বেশী

রাফাল থেকে একটি লেবুর দাম 
যেখানে বেশি,সেখানে আমার দেশপ্রেম,
সেইটে আমার স্বভূমি।

রেশনকার্ড বন্ধক দিয়ে
একমুঠো চাল ভিক্ষা চাইছি,
একটা ডিটেনশন কেম্পে 
কিভাবে প্রেম চাইছো তুমি।

কোনো করপোরেশন আমার শহরের
আঁধার ঘোচাতে পারেনি,
আমি শুধু ইলেকট্রিক বিলে দিয়ে গেছি
ফাইভ পার্সেন্ট ইনক্রিজ।

পিএমসি ব্যাংক থেকে শুরু,
এই বিজনেস যে কোথায় থামবে
কোথায় অপমৃত্যুর পরসংখ্যান হবে ফ্রিজ।

জানিনা, আমি তা জানিনা।
শুধু এইটুকু জানি যে 
রাফাল থেকে একটি লেবুর দাম বেশি।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...