নকুলচন্দ্র মণ্ডল
১:২ এই ফাঁদে যতবার পা পড়ে
ঠিক তখন বাঁদরের মুখ গলায় কাঁটা হয়ে বিঁধে।
তার পোশাকিভদ্রতার আড়ালে মুখোশ নাম
নকুলচন্দ্র মণ্ডল।
বাঁদর যেমন অন্যের ডুগডুগি বাজনায়
নোচে চলে সেই নকুলও নেচে-কুঁদে
উড়ে এসে কুমারঘাটে ১:২ এই ম্যাজিক শেখাতো।
এরকম ১:২ মিলাতে মিলাতে দেখা গেলো
কারো ১ সাইড নিচে নামতে নামতে ১০০ ক্রস করে আছে
আবার কারো ২ সাইট এক নং জোড়ায় লটকে।
এরকম পরিস্থিতিতে নকুল মণ্ডল তার প্রভুকে
১:২ খেলায় মালিক শুভঙ্করকে নিয়ে এলো
আর রাতের খাবার মমতাময় তুলতুলে রেডমিট।
মায়াময় হিপনোটিজম আর বিপুলচন্দ্রের অদক্ষতা
পকেট থেকে ১:২ ম্যাজিক মেলাতে মেলাতে
হঠাৎ তিনজন শিম্পাঞ্জি ও একজন অবিনাশ
তার চৌবাচ্চার চাবি হারিয়ে জলকাতর বহুদিন।
১:২ ম্যাজিক এখনো বাতাস ভার করে আর
আমাদের গোপাল নেপাল ও অনিমেষদের
নিচে এরকমই নামতে থাকে নতুন গল্প
তারও একই মুখোশ সেও নকুলচন্দ্র মণ্ডল।
No comments:
Post a Comment