Saturday, November 23, 2019

চৈতন্য ফকির

নকুলচন্দ্র মণ্ডল

১:২ এই ফাঁদে যতবার পা পড়ে
ঠিক তখন বাঁদরের মুখ গলায় কাঁটা হয়ে বিঁধে। 
তার পোশাকিভদ্রতার আড়ালে মুখোশ নাম
নকুলচন্দ্র মণ্ডল। 

বাঁদর যেমন অন্যের ডুগডুগি বাজনায়
নোচে চলে সেই নকুলও নেচে-কুঁদে 
উড়ে এসে কুমারঘাটে ১:২ এই ম্যাজিক শেখাতো।

এরকম ১:২ মিলাতে মিলাতে দেখা গেলো 
কারো ১ সাইড নিচে নামতে নামতে ১০০ ক্রস করে আছে
আবার কারো ২ সাইট এক নং জোড়ায় লটকে। 

এরকম পরিস্থিতিতে নকুল মণ্ডল তার প্রভুকে
১:২ খেলায় মালিক শুভঙ্করকে নিয়ে এলো
আর রাতের খাবার মমতাময় তুলতুলে রেডমিট।

মায়াময় হিপনোটিজম আর বিপুলচন্দ্রের অদক্ষতা 
পকেট থেকে ১:২ ম্যাজিক মেলাতে মেলাতে 
হঠাৎ তিনজন শিম্পাঞ্জি ও একজন অবিনাশ
তার চৌবাচ্চার চাবি হারিয়ে জলকাতর বহুদিন।

১:২ ম্যাজিক এখনো বাতাস ভার করে আর
আমাদের গোপাল নেপাল ও অনিমেষদের
নিচে এরকমই নামতে থাকে নতুন গল্প 
তারও একই মুখোশ সেও নকুলচন্দ্র মণ্ডল।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...