Saturday, November 23, 2019

দুলাল চক্রবর্তী

অমলিন  আশা

তোমার আগুনে জ্বলেছিলো
আমার প্রাণের বীণার তার,
ছিন্ন বীণায় বাজেনাতো সুর
করে শুধু হাহাকার।

গোধূলি বেলায় পাখিরা ফিরে
আপন কুলায়।
আমি পথহারা পথিক একা
পড়ে আছি পথধূলায়।
জীবন আমারে বলে দিয়েছিলো
সব আলেয়ার আলো,
অন্ধ ছিলাম তোমার রূপেতে
তোমায় বেসেছি ভালো।
আজো
খোলা জানালায় কান পেতে রই
যদি ডাকো তুমি ফিরে,
মনের আয়না বার বার বলে
ফিরে চলো নিজ নীড়ে।

অন্ধ তোমার ভালোবাসা টুকু
রইলো গোপনে তোলা,
হারিয়ে যেওনা হাজারো ভীড়ে
হয়ে যাবে পথভোলা।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...