Saturday, November 23, 2019

অভীককুমার দে

মায়ের সোনা বাছুর

গরু পালন করছি ঘরে
ঘর নিজের করে নিয়েছে গরু। 

আমার ঘরের গাভী মা হয়েছে, দেখি
দামড়ারাও মায়ের মতই চেয়ে... 
যদিও সব মা গরু নয়। 
সব গরু মা হতে পারে না,
দুধ খাওয়াতে পারে না বলে
কিছু গরু হালের কাছে বন্ধক রাখে ঘাড়।

গাভী দুধ দেয়
সোনা ফলে
সোনা বাছুর মায়ের, অথচ 
দামড়া মনে করে দুধের ভেতর সোনা;
অতঃপর খুঁড়তে থাকে মাটি। 

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...