মায়ের সোনা বাছুর
গরু পালন করছি ঘরে
ঘর নিজের করে নিয়েছে গরু।
আমার ঘরের গাভী মা হয়েছে, দেখি
দামড়ারাও মায়ের মতই চেয়ে...
যদিও সব মা গরু নয়।
সব গরু মা হতে পারে না,
দুধ খাওয়াতে পারে না বলে
কিছু গরু হালের কাছে বন্ধক রাখে ঘাড়।
গাভী দুধ দেয়
সোনা ফলে
সোনা বাছুর মায়ের, অথচ
দামড়া মনে করে দুধের ভেতর সোনা;
অতঃপর খুঁড়তে থাকে মাটি।
No comments:
Post a Comment