Saturday, November 23, 2019

সংগীতা শীল

নীলাম্বরী 

নীল আকাশের অচিন দূরে
চলছি যখন ধ্রুব হয়ে
বৃষ্টি বিলাসী ঝরণার 
নৃত্যের তালে তালে।

সপ্ত সুখের নিসর্গতায়
নীলাম্বরীর লুকানো কথায়
ঝর তোলা বুকের মাঝে,
আবেগী মনের বাঁশির সুরে
অনুরাগী ভালোবাসার মলিনতায়
বিষন্ন আজ একাকিত্বতায়।

উল্লাসিত হাসির কম্পনে শান্ত স্থির সন্ধায়
ঝরাপাতা মাটিতে কানাকানি পড়ে যায়;
স্বপ্ন নীড় অদূর প্রিয়াসে
বাঁধন হারা হৃদয়ের কোটায়
মরীচিকা ধরে গেছে,
ছাপ নেওয়া কিঞ্চিত অনুভবগুলোতে।

ভালোবাসার বৃত্তটা একরাশ চুপকথায়
তখনও ছিলো এখনো আছে,
দূরত্বের কাছে হার মানিয়ে
মোড়কটাই বদলে গেছে।।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...