Saturday, November 23, 2019

প্রীতম শীল

কাঁদো মাগো কাঁদো

বড়ই কৌতূহল জাগে মা,
কোথায় পাও এত সহিষ্ণুতা। 
মৌন ভাবে কিভাবে থাকো মা,
কি শক্তি দিলো তোমায় বিধাতা। 
আমরা যখন জ্বালিয়ে মারি তোমায়,
কেমনে হাসি মুখে থাক তুমি?
কেন তোমার কান্না পায় মাগো,
যখন খাবার খাইনা আমি?
তুমি যখন অনাহারী মাগো,
কান্না আমার কেন পায়না?
আড়ালে যখন কাঁদো মাগো,
কষ্ট কি তোমার হয়না?
যে সন্তান লালন করো তুমি,
আমরা কি যোগ্য তার।
হাসি মুখে সব সয়ে যাও মাগো,
একি তোমার মহান বিচার।
কাঁদো মাগো কাঁদো তুমি,
প্রসব ব্যাথার কালে।
জীবন ভর কাঁদো তুমি মাগো,
লোকের চোখের আড়ালে।


No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...