খোলা চিঠি
আমার চেহারায় যন্ত্রণার ছাপ,
নিস্ক্রিয় যৌবণের সব উত্তাপ,
তাই নাহি ঠাই,
এপারে-ওপারে বিছায়েছি পাপ।
চোখের নিচে জমা হাজার অনুতাপ।
নেই মাপ..... সুদূরে ম্লান আমার পাপেরি ছাপ।
চাই মাফ....
যদি পারো মাফ করো হে মহীয়ান,
তোমাতেই সর্বস্ব আমার নিজ বলিদান।
হে মহান |
No comments:
Post a Comment