Saturday, November 23, 2019

দিপ্সী দে

ভালোবাসি
   
কত সহজে বলে দিয়েছো তুমি সূখী নোও
আমাকে ভালোবেসে তবে আমি  কি সূখী
জানতে চেয়েছো  কি কোনদিন?
কখনো আমার চোখের জল মূছে ছিলে?
তবে জল আনো আজ ও
প্রেমের গন্ধে আজ হৃদয় পোড়া বারুদের গন্ধ।
অনেক তো হল যায় না কি?
আবার কাছে আসা
দিনশেষে ভেজা বালিশ টা জানে
আমি তোমাকে যে ভালোবাসি।
   

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...