Saturday, November 23, 2019

দিপ্সী দে

ভালোবাসি
   
কত সহজে বলে দিয়েছো তুমি সূখী নোও
আমাকে ভালোবেসে তবে আমি  কি সূখী
জানতে চেয়েছো  কি কোনদিন?
কখনো আমার চোখের জল মূছে ছিলে?
তবে জল আনো আজ ও
প্রেমের গন্ধে আজ হৃদয় পোড়া বারুদের গন্ধ।
অনেক তো হল যায় না কি?
আবার কাছে আসা
দিনশেষে ভেজা বালিশ টা জানে
আমি তোমাকে যে ভালোবাসি।
   

No comments:

Post a Comment

দুলাল চক্রবর্তী

চির অমর রবে  . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র  পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।  অনেকে গিয়েছে সেদিন  কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...