Saturday, November 23, 2019

সুস্মিতা সিংহ

অণুগল্প 

কিছু প্রাণহীন বা কিছু প্রাণ বৃক্ষ মঞ্চে ছোট ছোট ক্রিস্টাল পাথরের মালা দিয়ে বরণ করার সময়টুকু পর্যন্ত আনন্দের  ছিল। হঠাৎ ক্লোরোফ্লোরো কার্বনের এ ডিবিতে আগুন লেগে যাওয়ার কারণে বিস্ফোরণ হয় কিছু মানুষ  আহত হয়, কিছু মানুষ ভেঙ্গে পড়ে, কিছু মানুষ সময়ের সুযোগ নিয়ে এই ঘটনার উল্টো দিকে হাঁটে। হঠাৎই সুপ্রিম কোর্টে ফাঁসি র রায় হয়ে যায় ক্লোরোফ্লোরো কার্বন ডিবির এর মালিকের। হাসির ঘটনা বলে অনেকের কাছে বেশ আনন্দের ।
দোষ কার ছিল? ক্লোরোফ্লোরোর ডিবি আনা নাকি কাগজ কুড়িয়ে সেই ডিবিতে আগুন লাগানো প্রতিশোধ স্পৃহা মানুষের? কেনই বা তারা বডি স্প্রে সুগন্ধির কাজে লাগাল না এই বলে প্রশ্ন ওঠেনি উঠেছে বিস্ফোরণ নিয়ে!

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...