Thursday, June 29, 2023

হরিনারায়ন সেনগুপ্ত

দেবতা করোনা আমায়

তোমাদের মহানুভবতার কাছে,
বিনম্র মিনতি আমার– 
মহিমা চন্দন লেপে , পুষ্পার্ঘ্য দিয়ে,
এই অকিঞ্চন সত্ত্বা স্বরূপে
দেবত্ব করো না আরোপ।
ঢাক ঢোল কাঁসর ঘন্টা এত,
এত সম্মিলিত উচ্চকিত ধ্বনি–
কোন কোন দেবতার ,
তবুও সহজে ভাঙ্গে না ঘুম।
দেবত্বের কি অদ্ভুত বিড়ম্বনা–
দীর্ঘকাল ঘুমিয়েই কাটায়।
মানুষ ধূপ পোড়ায় , ঘি জ্বালায়,
নিত্য নতুন কামনা বাসনায়–
করে রাশি রাশি কুসুম চয়ন।
কোরকের অকাল মৃত্যু হয়–
ব্যথা পায় মূর্ছা যায় ফুলেদের মা।
ঘরে ঘরে সন্তানহারা জননীর
হাহাকার শোনা যায়,
ওঠে শুধু ক্রন্দনরোল ;
দেবতারা তবু থাকে
নিস্পৃহ নির্লিপ্ত নির্বিকার।
এখন দুঃখ যন্ত্রনায় সদা কাতর
একজন দরদী মানুষ
তার চে' বহু প্রার্থিত আমার।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...