Thursday, June 29, 2023

সম্পাদকীয়

কবিতার গোপনকথা সংসাররূপ জলাশয়ে মেশা এক ক্ষরস্রোতা নদী। চোরাবালির মতো প্রতিটি লাইন। কোথায় কে কতটুকু ডুবতে পারে, তা নির্ভর করছে ওজনের উপর। আমি উপরেই হেঁটে আসি হালকা বলে। বিনম্র বলছি এ সংখ্যাটি অতি স্বল্প এবং কিছু সংখ্যক নতুনমুখ। মার্জনাপূর্বক পাঠের আমন্ত্রণ জানাই। সারা রাজ্যের প্রত্যন্ত এলাকার বাছাইকৃত তরুণ প্রজন্মের কবি। স্কুল পড়ুয়া প্রতিভা প্রকাশের এক অনু উদ্যোগ রয়েছে এতে। যারা লিখেছেন, তাঁরা আরও লিখবেন আজীবন লিখবেন - এ আশাটুকু বুকে রাখি। সবাইকে কৃতজ্ঞতা। প্রণতি।

শ্রদ্ধা-সহ
জয় দেবনাথ
সম্পাদক
মনন স্রোত 


No comments:

Post a Comment

গৌতম মজুমদার

বধ্যভূমি - রাফা শোনা যাবেনা আর কোনদিন ক্ষুধার্ত শিশুর কান্না, মা বোন থেকে বৃদ্ধ বৃদ্ধার আর্তনাদ টুকু আর না। শান্তি এখন রাফা শহরে যদি পেতে শো...