Thursday, June 29, 2023

শুভ্রা দেব

বিদ্যাজ্যোতি
            
বাবা ডাকের দিন যে গেছে
বাংলা তাই ব্যাকডেটেড,
মাম্মী ডেডির যুগ পড়েছে
ইংরেজি হচ্ছে আপ টু ডেট।

যেমন তেমন করে ভাই 
অ, আ , ক , খ -র দিন পেরোয়,
মুখে ইংরেজি নামের বড়াই
অষ্টমেও দেখি খুশি বেজায় !

আগাছা ছাটাই বন্ধ তাই
শিক্ষা দীক্ষা লাফিয়ে বেড়ায়,
শাসন বারণের চিন্তা নাই
শ্রদ্ধাভক্তি আজ চুলোয় যায়  ।

করোনাকালীন ঘোর সূচনায়
ক্লাস চলে মুঠো পথে,
অনলাইন ক্লাসের নয়া জমানায়
ছাত্র শিক্ষক যে যার পথে।

বনেদীয়ানা হাওয়া লেগে 
বঙ্গ লেখতে অঙ্গ ফাটে ,
মধ্যবৃত্ত চলছে বেগে
বিদ্যাজ্যোতির তকমা এঁটে।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...