Thursday, June 29, 2023

অমিত রুদ্র পাল

বৃষ্টি

তুমি কি আমার বৃষ্টি হবে
আমার শুষ্ক
অপতিত বুকে
অবিশ্রান্ত ধারা হবে?
 
তুমি অবশ্য চাইলে 
ঝরণা হতে পারো,
ভোরের কলরবে
মধুর কলতানে 
ঘর ফেরার পাখি 
হতে পারো।

No comments:

Post a Comment

দুলাল চক্রবর্তী

চির অমর রবে  . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র  পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।  অনেকে গিয়েছে সেদিন  কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...