সন্তানের জন্য
অতুল'দা বিয়ের মাসখানেক পর সিগারেট টানতে গিয়ে বৌয়ের কাছে ধরা পরে, যদিও অভ্যাসটা অনেক আগের ছিল কিন্তু এবার হাতে -নাতে। সিগারেট নিয়ে অতুল'দার বৌ তাঁর উপর দু'তিন দিন ধরে মনমালিন্য। কিন্তু শেষ পর্যন্ত অতুল'দার মা - বাবা ও অতুল'দাকে সিগারেট টানা নিয়ে বকাবকি করলে অতুল'দা স্পষ্ট জানিয়ে দেন তিনি সিগারেট ছাড়তে পারবে না।
বিয়ের বছর চারেক পর অতুল'দা অফিস থেকে আসার পর তার মেয়ে ফুচকি কে যখন কোলে নিয়ে আদর করে ঠিক তখন ফুচকি বলে বাবা তোমার মুখে সিগারেটের গন্ধ। এই গন্ধটা আমার একদম ভালো লাগে না বাবা। তখন অতুল'দার হৃদয় মায়াবী হয়ে মেয়েকে কোল থেকে নামিয়ে সিগারেটের প্যাকেট টা হাতে নিয়ে বাইরে ডাস্টবিন্টে ফেলে দেয় এবং মনে মনে বলে যে অভ্যাসটা আমার মা-বাবা,এমনকি তোর মা পর্যন্ত শত চেষ্টা করেও ছাড়াতে পারেনি আজ তোর এক কথায় চিরোদিনের জন্য সিগারেট ছেড়ে দিলাম ফুচকি।
No comments:
Post a Comment