Thursday, June 29, 2023

শ্রীমান দাস

রিজার্ভেশন চিত্র

এ আমাদের রিজার্ভেশন
এ আমাদের 'হীরা'
এর উপরেই টপকে চলে
হাঁটা দোকানীরা ।

একের ভেতর চারের বুলি
বিজ্ঞাপণের ঢেউ,
বুলির খুলি ঘেঁটে ঘুঁটে
সার পায়নি কেউ ।

তৎকাল'র পেটে ব্যথা
এ,সি'র ভীষণ জ্বর,
জেনারেলেই লুটে আছে
রিজার্ভেশন দর।

যাত্রী নাছোড় ধর্মঘটী
ওয়াশরুমের গেটে ,
রিজার্ভেশন মানে খোঁজে
চিপছে যে তলপেটে।

বুলি ঝাড়া চুড়ামণি
দেখো নয়ন মেলে
তোমার লৌহশকট কেমন
চলছে হেলে দুলে।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...