রিজার্ভেশন চিত্র
এ আমাদের রিজার্ভেশন
এ আমাদের 'হীরা'
এর উপরেই টপকে চলে
হাঁটা দোকানীরা ।
একের ভেতর চারের বুলি
বিজ্ঞাপণের ঢেউ,
বুলির খুলি ঘেঁটে ঘুঁটে
সার পায়নি কেউ ।
তৎকাল'র পেটে ব্যথা
এ,সি'র ভীষণ জ্বর,
জেনারেলেই লুটে আছে
রিজার্ভেশন দর।
যাত্রী নাছোড় ধর্মঘটী
ওয়াশরুমের গেটে ,
রিজার্ভেশন মানে খোঁজে
চিপছে যে তলপেটে।
বুলি ঝাড়া চুড়ামণি
দেখো নয়ন মেলে
তোমার লৌহশকট কেমন
চলছে হেলে দুলে।
No comments:
Post a Comment