রুদ্র আর নেই
.
রুদ্র শুধু ভালোবেসেছিল আকাশ সমুদ্র এক করে,
তবে কাকে,
সে কোন ঝিনুক নয়,
লবনাক্ত জলের সাথে তার প্রেমের সখ্যতা গড়ে উঠেনি কখনো,
নিজকে নিজে জিজ্ঞেস করলে আজ আর কোন উত্তর আসেনা প্রান্ত থেকে।
সে আবেশ কেটে গেছে, ভরে গেছে কাঁটা ঝোপঝাড়ে,
রুদ্র বেদুইন হয়ে ঘুরছে অনির্দিষ্ট ভবিষ্যতের দিকে,
মিথ্যে এই জীবনের সংলাপ বয়ে আনে মরুঝড়।
ভালো আছে তারাই যারা কফিনে রঙ মাখতো,
এতোবার উল্টেপাল্টে ঠিকুজি যাচাই সবই মিথ্যে
হাতের আঁকিবুঁকি আঁকা আর জীবনের বেনামি গলিপথ সম্পূর্ণ ভিন্ন,
আজ রুদ্রের কোন আকাশ নেই, নেই কোন সমুদ্র
শুধু আছে একটা পাহাড়...
একটা নাম কতটুকু আর নিজের অস্তিত্ব ধরে রাখতে পারে,
সে তো কোপারনিকাস নয়, নয় সে কলম্বাস
সব আবিষ্কার মিথ্যে করে রুদ্র জেগে থাকবে
এক বেনামি ইতিহাস হয়ে...
No comments:
Post a Comment