Thursday, June 29, 2023

রুপন সূত্রধর

পরমহংস

পরমহংস নমঃ নমঃ
তব আলোকে 
আলোকিত জগৎ। 

তব আগমন ধরা বুকে
নতুন দিশায়
ধর্মের আলোঘর। 

প্রান বাঁচে,নয়ন জুড়ায় 
তব ছবিপটে
আলোক জীবন।

সরল কথা, জীবন সুধায়
ভুবন মোহিত 
জগৎ সংসার।

ধর্মের বিস্তার, সারথি বিবেক,
জয়গান রচিত
কলির অবতারে।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...