Thursday, June 29, 2023

নন্দিতা দাস চৌধুরী

অন্তহীন ছায়া
.

শ্রাবণ  ঘেঁষা সহজিয়া ভালোবাসা পেলে মরা নদীও প্রবাহিনী,
শুরুটা অবারিত  মুক্ত মাঠ , 
শেষটা প্রশান্তির  কুলায় ফেরা হলেও প্রথম যৌবনের  রাত প্রেমের অলিখিত  তরঙ্গ, 
অকাল  কালবৈশাখী, 
একরাশ  মুগ্ধতার  গোধূলি সিঁথি ভরে অনুরাগ কুমকুম , 
সবুজ  আঁচলে আগলে রাখা অনাবিল  স্নিগ্ধ বিনম্র  বৈধটুকু,
অদৃষ্টের কালবৈশাখী  ক্ষণিকেই দুমড়ে মুচড়ে পায়ের অক্ষর মুছে দেয়,
মুঠো ভরা পৃথিবী মুহূর্তেই  নৈঃশব্দের  অন্তহীন  মূর্তিমান ছায়া।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...