অন্তহীন ছায়া
.
শ্রাবণ ঘেঁষা সহজিয়া ভালোবাসা পেলে মরা নদীও প্রবাহিনী,
শুরুটা অবারিত মুক্ত মাঠ ,
শেষটা প্রশান্তির কুলায় ফেরা হলেও প্রথম যৌবনের রাত প্রেমের অলিখিত তরঙ্গ,
অকাল কালবৈশাখী,
একরাশ মুগ্ধতার গোধূলি সিঁথি ভরে অনুরাগ কুমকুম ,
সবুজ আঁচলে আগলে রাখা অনাবিল স্নিগ্ধ বিনম্র বৈধটুকু,
অদৃষ্টের কালবৈশাখী ক্ষণিকেই দুমড়ে মুচড়ে পায়ের অক্ষর মুছে দেয়,
মুঠো ভরা পৃথিবী মুহূর্তেই নৈঃশব্দের অন্তহীন মূর্তিমান ছায়া।
No comments:
Post a Comment