Thursday, June 29, 2023

নন্দিতা দাস চৌধুরী

অন্তহীন ছায়া
.

শ্রাবণ  ঘেঁষা সহজিয়া ভালোবাসা পেলে মরা নদীও প্রবাহিনী,
শুরুটা অবারিত  মুক্ত মাঠ , 
শেষটা প্রশান্তির  কুলায় ফেরা হলেও প্রথম যৌবনের  রাত প্রেমের অলিখিত  তরঙ্গ, 
অকাল  কালবৈশাখী, 
একরাশ  মুগ্ধতার  গোধূলি সিঁথি ভরে অনুরাগ কুমকুম , 
সবুজ  আঁচলে আগলে রাখা অনাবিল  স্নিগ্ধ বিনম্র  বৈধটুকু,
অদৃষ্টের কালবৈশাখী  ক্ষণিকেই দুমড়ে মুচড়ে পায়ের অক্ষর মুছে দেয়,
মুঠো ভরা পৃথিবী মুহূর্তেই  নৈঃশব্দের  অন্তহীন  মূর্তিমান ছায়া।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...