Thursday, June 29, 2023

জয়িতা দে


মা

'মা' শব্দটি ছোট্ট হলেও ব্যাপকতায় বিশাল।
দশমাস দশদিন গর্ভধারণের শক্তি তুমি,
তোমার স্নেহরসসিক্ত সুধাপানে লালিত হ‌ই মোরা।
মাগো, তোমার জন্য জীবনের প্রতিটা দিন অমূল্য;
তোমার শাসনে যেমন ভালোবাসার পরশ পাই,
তেমনি সারাজীবন পাশে থেকে শক্তি জোগাও তুমি।
সংসারের সকল কাজের পরেও পাও শুধুই লাঞ্ছনা;
বুঝে না তোমায় কেউ - তুমি যে ত্যাগের প্রতিমূর্তি।
তুমিই পথচলার শুরু, মোদের প্রথম শিক্ষাগুরু,
তুমিও যে ধরিত্রীমায়ের ন্যায় স্নিগ্ধ আর সহনশীলা;
হয়তো তোমার নামের অনেক প্রতিশব্দ রয়েছে-
কিন্তু,'মা' এই ছোট্ট শব্দটিতেই মাথা ঝুঁকাই সর্বদা।

      ‌‌              

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...