Thursday, June 29, 2023

জয়িতা দে


মা

'মা' শব্দটি ছোট্ট হলেও ব্যাপকতায় বিশাল।
দশমাস দশদিন গর্ভধারণের শক্তি তুমি,
তোমার স্নেহরসসিক্ত সুধাপানে লালিত হ‌ই মোরা।
মাগো, তোমার জন্য জীবনের প্রতিটা দিন অমূল্য;
তোমার শাসনে যেমন ভালোবাসার পরশ পাই,
তেমনি সারাজীবন পাশে থেকে শক্তি জোগাও তুমি।
সংসারের সকল কাজের পরেও পাও শুধুই লাঞ্ছনা;
বুঝে না তোমায় কেউ - তুমি যে ত্যাগের প্রতিমূর্তি।
তুমিই পথচলার শুরু, মোদের প্রথম শিক্ষাগুরু,
তুমিও যে ধরিত্রীমায়ের ন্যায় স্নিগ্ধ আর সহনশীলা;
হয়তো তোমার নামের অনেক প্রতিশব্দ রয়েছে-
কিন্তু,'মা' এই ছোট্ট শব্দটিতেই মাথা ঝুঁকাই সর্বদা।

      ‌‌              

No comments:

Post a Comment

দুলাল চক্রবর্তী

চির অমর রবে  . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র  পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।  অনেকে গিয়েছে সেদিন  কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...