রাধারাণী
অন্ধকারে ছাদের উপর
জোনাকিদের লুকোচুরি দেখতে দেখতে
ঝুপ্পুস করে বৃষ্টি এলো
ছুট্টে নীচে নেমেই তন্ন তন্ন করে খুঁজলাম
বৃষ্টি নামার আগে সোহাগি ঝড়টা,
কোথায় যে হারালো?
জানালার গরাদে মাথা রেখে মনে পড়ছে
কত সাধ ছিলো "রাধারাণী " হব
তোর দেওয়া তুলসীমালা গলায়
গ্রামের মাঠে জলে কাদায় বনবাদাড়ে
তোর পিছু পিছু যাব।
তুই আঁচল আমার ভরে দিবি
বেগুনী কচুরিপানা ফুলে
আমিও তোকে আড়াল দেবো,
আমার কোলে ক্লান্ত হয়ে শুলে।
বাজের আওয়াজ স্বপ্ন ভাঙ্গায়
কবেই দু'জন ছিটকে গেছি
তুই আমায় গেছিস কবেই ভুলে।
No comments:
Post a Comment