Thursday, June 29, 2023

চন্দন পাল

কবুলনামা

শুনেছি,
প্রীত, প্রীতমের চোখ পড়তে পারে।
পারে নারী, পুরুষেরও।
কবিতা, তুইও কি পারিস?
কখনো যদি, সামনে এসে দাঁড়াস পড়ে নিবি কি তুই! 
আমার চোখের সব আ-কথা কু-কথা?
মুখ ফোটে বলিনি যা সঙ্গীকে, তাও বুঝে যাবি?

ধুৎ তবে, সব মিছে! সব মিছে!
আমার কচুর বুদ্ধিও নেই, কখনো চোখ পড়িনি। 
যে কথাগুলো পাতায় পাতায় ফেলে এসেছি। 
সব ভুল, 
শিরোনাম ধরে ধরে তুই তুলে ধরিস না।
বিনীতই বলছি,  ব্রীড়ায় মরে যাবো---!
সত্যি । তারচে' তুই বরং ---  দূরেই থাক। 
আমি কল্পনায় বাকি বসন্ত ক'টা, চাপহীন এঁকে যাই ।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...