Thursday, June 29, 2023

অভীককুমার দে

জীবনের জন্য 

আমার কোনও গন্তব্য নেই
কেবল আছে অভিমুখ, 

মাটি থেকে পা 
উপরে ওঠানোর জন্য
সঞ্চয় করি একাগ্রতা;

এক পা শূন্যে উঠে এলে
অপর পায়ের কাছে জীবনের বিশ্বাস 
শ্বাসটুকু চেয়ে নিই শূন্য থেকে।

পা যদি পুনরায় নেমে আসে
অন্তহীন পথের পথিক আমি,

যেতে চাই প্রকৃতির কাছে।

No comments:

Post a Comment

দুলাল চক্রবর্তী

চির অমর রবে  . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র  পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।  অনেকে গিয়েছে সেদিন  কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...