আমার বর্ষা প্রেমে অপ্রেমে
আমার বর্ষা আসে কবিতায় গানে
বৃষ্টির ধারায় নামে প্লাবন--কবিতায় বন্যা
বিরহী বিষম জ্বালায় মিলন মধু প্রাণে।
বর্ষার মেঘের ঘোরতর স্পর্ধা-- লুকায় সূর্য।
তোমার আধা ঢাকা মুখ
এক ফালি হাসি মিলায় পুবাকাশে--
অন্ধকারে হারাও তুমি অন্তস্থলে জেগে।
শুধু তোমার গায়ের গন্ধ আসে চাঁপার তীব্র সুবাসে।
বর্ষা মানে কদম ফুল তোমারই জন্য।
বর্ষা মানেই হঠাৎ ছোটবেলা,,,,
ঘরের ভেতর থেকে আকাশ দেখা
চাঁদনী রাতের অবসান,
ঘরের মেঝেয় পাতা কলস
স্থান চ্যুতির ভয়, কিছু ব্যথা কিছু ভালোবাসা,
কিছু বা আধভেজা রাত।
বর্ষা মানেই চিতায় ঘৃতাহুতি, সোদামাটির গন্ধ
আর জুম পাহাড়ে মাদল,,,,,
ঘন ঘোর বাদল,,,,,
বর্ষা মানেই ঘুঙুরু পায়ে অবিরাম নৃত্য-- দুরন্ত বালিকা
বর্ষা মানেই প্রকৃতির মিলন বেলা।
জল থই থই পানা পুকুর, ব্যাঙের কনসার্ট, জোনাকি জ্বলা রাত।
বর্ষা মানে, ডিজে লাকড়ির ঘন ধোঁয়ার ঢল
মায়ের চোখে জল।
বর্ষা মানে একটি কচি মুখ ক্যানভাসে আঁকা
জামার ভেতর পুঁথিপত্র মাথায় কচুর পাতা।
ভাবতে বসে হঠাৎ প্রচন্ড ঝড়ে দমকা হাওয়ায় দরজা খুলে গেলে-----
বর্ষা মানে উপচে পড়া জল নিয়নের বাতি,
এক ফালি আকাশ,ভেজা দাঁড় কাক দু চারটি
আর ছোট্ট একটি ব্যালকনি।
No comments:
Post a Comment