Thursday, June 29, 2023

মাধুরী সরকার

তুমি আমি মিলে

আমার এলো চুলের ভাঁজে সেদিন 
তুমি উপলব্ধি করেছো এ প্রেম মোহের নয়,
এ প্রেম আবেগের।
আমার মাঝে নিজেকে বিলিয়ে দিলে একটু একটু করে,
অনন্তের পথে ভাবিকালের অঙ্গীকারে। 

অনেক চড়াই উৎরাই পেরিয়ে আমরা
অতিক্রম করে এসেছি অনেকটা পথ,
এভাবেই হেঁটে যেতে পারবো অন্তিম পা অব্দি 
এ আমার দৃঢ় বিশ্বাস। 

সেদিনের সূর্যোদয়ে সবুজঘাসে শিশিরের ছোঁয়া জানে
বিন্দু বিন্দু করে কতটা সোহাগ ঢেলেছে 
আমাদের নির্জন সবুজ গালিচায়।

এ পথ পাড়ি দিতে চাই তুমি আমি মিলে
 জীবনের অন্তিম মুহুর্ত পর্যন্ত। 

এ শুধু কথার কথা নয়,
এ প্রেমে একদিন রচিত হবে প্রেমের মহাকাব্য।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...