Tuesday, November 30, 2021

রাহুল দেবনাথ

বাঁকামোর

নিত্য নতুন পথের উপর। 
কোন সে বাঁকামোরে।
পথভুলা এ অজানা পথিক। 
ঠিকানা খুঁজে বেদনার বালুচরে। 
এক যে ছিল, সাহিত্য সারথি। 
ভুল ঠিকানার মাঝে। 
অতীত খাতায় হিসেবে লিখে। 
আধার প্রাতের সাঁঝে। 
দিবা ফুড়ালো আকুল আধারে। 
যেতে হবে এবার, কোন বাঁকামোরে।
খুঁজে মরে মোর ক্লান্ত চরণ। 
নিশিথের এ আধারে।।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...