Tuesday, November 30, 2021

দিপিকা রায়

বিষাদ 

ভাঙ্গা পুতুলের মতো গড়ছি স্বপ্ন। 
একাকীত্বের ভিড় চলছে লোক সঙ্গমে। 
হাসি, কান্নার খেলায়, 
অংশগ্রহণ এখন সামান্য মাত্র। 
খালি মঞ্চে আমার চিৎকার, 
প্রতিধ্বনিত হয়ে , 
ঘিরে থাকে মঞ্চের দেওয়াল।

কখনো দ্বেষ - বিদ্বেষে
যানের মতো চালিত জীবনও
থমকে যায় , 
দাঁড়িয়ে থাকা ট্রাফিক সিগন্যালে।
প্রতিঘাতে নিমজ্জিত আঘাত গুলোও
হারিয়ে যায় , 
উপচে পরা ভিড়ে। 

হারিয়ে যায়, 
সমুদ্র গহ্বরে তলিয়ে যাওয়া
ভেজা কাজলও।
তলিয়ে যায় যা কিছু স্থাবর অস্থাবর স্মৃতি!

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...