Tuesday, November 30, 2021

দিপিকা রায়

বিষাদ 

ভাঙ্গা পুতুলের মতো গড়ছি স্বপ্ন। 
একাকীত্বের ভিড় চলছে লোক সঙ্গমে। 
হাসি, কান্নার খেলায়, 
অংশগ্রহণ এখন সামান্য মাত্র। 
খালি মঞ্চে আমার চিৎকার, 
প্রতিধ্বনিত হয়ে , 
ঘিরে থাকে মঞ্চের দেওয়াল।

কখনো দ্বেষ - বিদ্বেষে
যানের মতো চালিত জীবনও
থমকে যায় , 
দাঁড়িয়ে থাকা ট্রাফিক সিগন্যালে।
প্রতিঘাতে নিমজ্জিত আঘাত গুলোও
হারিয়ে যায় , 
উপচে পরা ভিড়ে। 

হারিয়ে যায়, 
সমুদ্র গহ্বরে তলিয়ে যাওয়া
ভেজা কাজলও।
তলিয়ে যায় যা কিছু স্থাবর অস্থাবর স্মৃতি!

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...